কাপ্তাইয়ে শিশুদের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 07 Mar 2019   Thursday   

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহস্পতিবার কাপ্তাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।  এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, সহকারী কৃষি কর্মকর্তা মংসুপ্রু মারমা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। প্রতিযযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ ক্যাটাগরিতে ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে ৭১ এর ৭ই মার্চ যেই  ভাষণ দিয়ে ছিলেন, সেই ভাষণই স্বাধীনতার বীজ বপন হয়েছিল। আজ সেই ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ, বাঙালির গর্বের বিষয়। তাই আজ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে হৃদয়ে ধারন করে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে আগামী প্রজন্মকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত