জুরাছড়িতে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

Published: 11 Mar 2019   Monday   

সোমবার জুরাছড়ি উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ির জোন অধিনায়ক লেঃকর্ণেল মোঃ মাহামুদুল হাসান পিএসসি। অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস ও জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং এবং দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, থানা অফিসার ইনচার্জ মোহাবুবুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসাসহ বিভিন্ন দলের প্রতিনিধি ও আইন শৃংখলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃকর্ণেল মোঃ মাহামুদুল হাসান গুজবে কান দেবেন না  দেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের সকলে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধ করতে হবে।

 

তিনি আরো বলেন, সুষ্ঠ্ নির্বাচনকে বেশৃংখলা করার উদ্দিশ্যে একটি চক্র সব সময় অপচেষ্টা চালায়। এই চক্রকে সঠিক সময়ে চিহিৃত করে প্রতিরোধ করতে হবে।

 

তিনি বলেন, সকলে নিজস্ব ভোটার প্রয়োগের অধিকার রয়েছে। এই অধিকার যাতে করে কেউ হৃরন করতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে। সকল ভোটারে নিবিগ্নে ভোট কেন্দ্রে এসে তাদের মনোনিত ব্যক্তিকে ভোট দিতে পারবে। তাদের কোন অবস্থায় বাধাঁ গ্রস্থ্য কিংবা মানসিক চাপ প্রয়োগের চেষ্টা করা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনী সব সময় সজাগ দৃষ্টি রাখবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত