সাংসদ বাসন্তি চাকমার অপসারনের দাবীতে মহালছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ

Published: 16 Mar 2019   Saturday   

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা’র মহান সংসদে সেনাবাহিনী ও বাঙ্গালিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এবং তার অপসারণ ও শাস্তির দাবীতে খাগড়াছড়ির মহালছড়িতে শনিবার মানবন্ধন  ও বিক্ষোভ-মিছিল করা হয়েছে।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও সচেতন পার্বত্যবাসীর ব্যানারে উপজেলার বটতলা এলাকায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মো: শাহাদাত হোসেন, ইউপি সদস্য আহাদ আলী, মোহাম্মদ আলী, ও আলমগীর হোসেন প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা গেল ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দেশ প্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য বাঙ্গালীদের নিয়ে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন তা পার্বত্যবাসী প্রত্যাখান করেছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বক্তব্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। বক্তারা বিলম্বে তাকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত