বরকলে জেএসএস সমর্থিত প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত

Published: 19 Mar 2019   Tuesday   

শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন গতকাল সোমবার রাঙামাটি বরকল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারীভাবে জনসংহতি সমিতির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান পদে শ্যামরতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

ফলাফলে জানা গেছে উপজেলার ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রে বেসরকারী ফলাফলে সন্তু লারমার নের্তৃত্বাধীন জনসংহতি সমিতি(জেএসএস) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী  বিধান চাকমা আনারস মার্কায় পেয়েছেন ১২হাজার ৬শ ৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুবির কুমার চাকমা নৌকা মার্কায় পেয়েছেন ৮ হাজার ১০২ ভোট,ভাইস চেয়ারম্যান পদে শ্যাম রতন চাকমা চশমা মার্কায় পেয়েছেন ১৫ হাজার ৯শ ৯২ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান পদে মো;লোকমান টিউবওয়েল মার্কায় পেয়েছেন ৪ হাজার ৫শ ৬৯ ভোট , মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা পেয়েছেন ১৩ হাজার ১শ ৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাখী চাকমা সেলাই মেশিন মার্কায় পেয়েছেন ৭ হাজার ৪শ ৭৪ ভোট। তবে সিএম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দু’টির ভোটের ফলাফল না আসায় সরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়নি।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, উপজেলা ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে বরুণাছড়ি জোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটিতে অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়। এরপর বাকী সিএমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দু’টি হেলিসর্টি হওয়ার কারণে ফলাফল আসতে দেরি হওয়ায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা যায়নি। দু’ এক দিনের মধ্যে ঐ দু’টি কেন্দ্রের ফলাফল আসলে কেন্দ্রগুলোর ফলাফলের তালিকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। জেলা রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত