বাঘাইছড়িতে সেনাক্যাম্প পূন:স্হাপনের দাবীতে মানবন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান

Published: 25 Mar 2019   Monday   

বাঘাইছড়ি উপজেলার নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে  ১১ কিলো বটতলা নামক এলাকায় পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক ব্রাশ ফায়ারে ৭জন নিহত ও ২৯ জন গুরুতর আহত হওয়ার ঘটনায়  সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক  শাস্তি ও ঘটনাস্থলসহ প্রত্যাহারকৃত  সেনাক্যাম্প স্থাপন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে  মানববন্ধন করা হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে নিহতের পরিবারের সদস্য ও বাঘাইছড়ি উপজেলার সর্বস্থরের জনসাধারণ মানবন্ধনে অংশ নেন।


এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দর শুক্কুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর ছবুর, ৫ নং ওর্য়াড কাউন্সিল শহিদুল ইসলাম মিঠু,  নিহত ও আহতদের পরিবারবর্গ বক্তব্য রাখেন। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী  অফিসার মাধ্যমে প্রধামন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

 

বক্তারা বলেন,  এখনো কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনি প্রশাসন । পার্বত্যঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা চিহিুত করে সেখানে সেনা ও র‌্যাব, ক্যাম্প স্হাপন করতে হবে। মানুষের নিরপত্তা দিতে হবে সরকারকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত