বাঘাইছড়িতে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে শান্তি চুক্তি ভঙ্গ করেছে তাদের কঠোর খেসারত দিতে হবে-জিওসি

Published: 27 Mar 2019   Wednesday   

বাঘাইছড়িতে সরকারী দায়িত্ব পালনকারীদের উপর  যারা সন্ত্রাসী হামলা চালিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে কঠোর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। তিনি বলেন, সন্ত্রাসীরা কারো জাত বা গোষ্ঠির নয়। তাদেরকে এবার কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসীদের নির্মূূল করতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুুত রয়েছে। 

 

বুধবার রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনে দায়িত্বপালনকারী ৭ জন নিহতের ঘটনার ঘটনাস্থল পদির্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মারিশ্যা জোনে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পুলিশের চট্টগ্রাম বিভাগের কমিশনার খন্দকার গোলাম ফারুখ, আনসার ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের ডিজি মোঃ সামসুল আলম, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ,পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় শেষে নিহত প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় নিহত পরিবারের পক্ষ থেকে বাঘাইছড়িতে সেনা জোনসহ ঘটনা স্থলে সেনা ক্যাম্প স্থাপন,প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প স্থাপনের জোর দাবী জানান।


এর আগে তিনি সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে ২৭ বিজিবি মারিশ্যা জোনে আসার পর গেল ১৮ মার্চ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেয়ার পথে দুর্বৃত্তদের হামলায় ৭ জন নিহত হওয়ার ঘটনাস্থল ১১ কিলোমিটার পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত