সাজেকে জীপ উল্টে নিহত ১, আহত ৫

Published: 28 Mar 2019   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের মাচালং যাওয়ার পথে সাজেকে  জীপ উল্টে ১ শ্রমিক নিহত এবং ৫জন গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম জিয়া মাঝি(৪৫), সে নেত্রকোনা জেলার দূর্গাপুর সদর উপজেলার বাসিন্দা তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। 

 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাজেক সড়কের এগোজ্যাছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা জানায়, সাজেক থানার নির্মাণাধীন ভবনের ছাঁদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫জন শ্রমিক হাটহাজারী থেকে  দুটি জীপগাড়ীতে করে মাচালং যাচ্ছিল । তার মধ্যে একটি জীপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা বিশজনের মধ্যে অন্তত ৫জন আহত হন।

 

তাদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়। আহতরা হলেন, উজ্জল মিয়া(১৬), জহির(১৭), হুমায়ুন(১৭), রিয়ান(২৬), মোঃ আলী(২৩)।

 

সাজেক থানার এসআই কামরুজ্জামান  জানান, সড়ক দূর্ঘটনার  আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত ব্যক্তিকে ময়না তদন্ত শেষে তার পরিববারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত