নির্বাচনে পাহাড়ের জনগণ সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে এবং সম্প্রীতির পক্ষে রায় দিয়েছে-দীপংকর তালুকদার এমপি

Published: 01 Apr 2019   Monday   

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ের জনগণের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বানিজ্য বান্ধব পরিবেশ যেন আমরা সৃষ্টি করতে পারি সে জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, গত নির্বাচনে পার্বত্যাঞ্চলে জনগণ শান্তি, সম্প্রীতি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রায় দিয়েছে, নৌকার পক্ষে রায় দিয়ে জাতীয় সংহতিকে জিতিয়েছেন। পাহাড়ের শান্তিপ্রিয় জনগন সন্ত্রাস, চাঁদাবাজী এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিপুল ভাবে ভোট দিয়ে যে বার্তা দিয়েছেন, তার প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। এখানে নেতিবাচক রাজনীতির পরিবর্তে ইতিবাচক রাজনীতিই আমাদের কাম্য।

 

রোববার রাঙামাটি পেশাজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

পাহাড়ে চাঁদাবাজী, সন্ত্রাস, খুন, জখম, অপহরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং সম্প্রীতি রক্ষায় অবদানের জন্য রাঙামাটি পেশাজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে দীপংকর তালুকদার এম পি’কে বিপুল ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাঙামাটি চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পেশাজীবি সমন্বয় পরিষদের আহবায়ক ও রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন ভুঁইয়া।

 

এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও সংবর্ধিত দীপংকর তালুকদার এম পি, রাঙামাটি সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, আবদুল ওয়াদুদ, মাহফুজুর রহমান গেল্লা, প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, নিখিল কুমার চাকমাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে দীপংকর তালুকদার এম পি’কে পুস্প স্তবক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এম পি আরো বলেছেন, রাঙামাটির বরকলে টেগামুখ স্থল বন্দর চালু করা, এল জি ই ডি’র মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন ব্যবসা বান্ধব কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত