বান্দরবানে সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গুলিবিনিময়ে জ্ঞান শংকর চাকমা নিহত

Published: 03 Apr 2019   Wednesday   

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী লেমুছড়ির তুলাতুলি এলাকায় বুধবার সন্ত্রাসীদের সাথে যৌথবাহিনীর  গোলাগুলি বিনিময়ে জ্ঞান শংকর চাকমা নামের ১ সন্ত্রাসী নিহত ও বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। 

 

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে র‌্যাবের চট্টগ্রাম-৭এর একটি দল গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী লেমুছড়ির তুলাতুলি এলাকায় অভিযান চালায়। অভিযানে বিজিবিসহ যৌথবাহিনীর সদস্যরাও অংশ নেন। এসময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জ্ঞান শংকর চাকমা(৪৫) নামের এক সন্ত্রাসী নিহত হয়। তার বাড়ী রাঙামাটি জেলায়। এসময় সন্ত্রাসীদের যৌথ বাহিনীর পাল্টা গুলিতে ঠিকতে না পেরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭টি এসএমজি, ১১টি ম্যাগজিন, ৪৩৭ রাউন্ড তাজা গুলি, ও ৪লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

নাইক্ষ্যংছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে জ্ঞান শংকর চাকমা নামের সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে।  নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সশস্ত্র সদস্য বলে জানা গেছে। গেল ১৮ মার্চ রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচন শেষে ফেয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহতের ঘটনায় জ্ঞান শংকর চাকমা সন্দেহভাজন মুল আসামী ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত