কাপ্তাইয়ে উদীচীর বর্ষবণে সুরের মুর্ছনায় মুগ্ধ দর্শক

Published: 27 Apr 2019   Saturday   

বৈশাখের খরতাপে নাগরিক জীবনে যখন ছন্দপতন ঘটছে, ঠিক সে সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই উপজেলা সংসদের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জড়ো হয়েছে কিছু সংস্কৃতমনা দর্শক, শিল্পী, কলাকৌশলী। বৈশাখের প্রচন্ড খরতাপ তাদের দমিয়ে রাখতে পারেনি।

 

 কাপ্তাই উপজেলা উদীচীর শিল্পীদের পরিবেশনায় সমবেত যন্ত্রসংগীত, আবৃত্তি, গান এবং নৃত্য উপভোগ করে আগত দর্শক শ্রোতা তুমুল করতালিতে। গত শুক্রবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

 

উদীচী কাপ্তাইয়ের সভাপতি মংসুই প্রু মারমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যুগ্ম সম্পাদক অমিত বিশ্বাস বাবলু এবং সদস্য খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদার। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। বর্ষবরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদীচী রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বিজয় ধর, যুগ্ম সম্পাদক সাগর পাল, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা সহ উদীচী রাঙামাটি,  কাপ্তাই শাখার সদস্যগণ সহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত