মাহে রমজানের সম্মানার্থে রাঙামাটি খাবার হোটেল রেস্তোরা মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

Published: 27 Apr 2019   Saturday   

সুস্থ জীবন ও নিরাপদ খাবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে শুক্রবার রাঙামাটি খাবার হোটেল রেস্তোরা মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের বনরুপাস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি মো.শামীম খাঁন। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নেকবর আলীর পরিচালনায়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হোটেল রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি হাজি মো.রমজান আলী,অর্থ-সম্পাদক উত্তম কুমার দাশ,সম্মানিত সদস্য মো.নাজিম উদ্দিন,মো. নাছির উদ্দিন,সজল ঘোষ,মো.ইলিয়াছ ও কৃঞ্চ ঘোষ প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের সম্মানার্থে নিরাপদ খাবার পরিবেশন নিশ্চিতসহ দ্রব্য মূল্য ন্যায্য দামে বিক্রি এবং সুষ্ঠু সুন্দর খাবার পরিবেশ করা হবে। দ্রব্যমূল্য যেন কেউ উদ্ধগর্তিতে বিক্রি না করে সে দিকে নজরদারি রাখবে এই সমিতি। ক্রেতাদের সুবিধার্থে পবিত্র রমজান মাসে সমিতির পক্ষ  থেকে নিজস্ব একটি মনিটরিং সেল গঠনের  মাধ্যমে হোটেল রেস্তোরা মনিটরিং করা হবে।

 

সভায় বক্তারা পবিত্র রমজান মাসে নিরাপদ খাবার পরিবেশন অমান্যকারী ও যত্রতত্র ময়লা আবর্জনা নিসম্পন্নকারীর বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ বিভিন্ন বিষয়ে সমিতির পক্ষ  থেকে গুরুত্বরোপ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত