দীর্ঘ ১১ মাস পর পানছড়ি বাজার প্রাণ ফিরে পেয়েছে

Published: 28 Apr 2019   Sunday   

দীর্ঘ ১১মাস পর প্রাণ ফিরে এসেছে পানছড়ি বাজারে। বাজারের অলি-গলি জমে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে। এ যেন পাহাড়ি-বাঙালীর এক মিলন মেলা।

 

গেল ২০১৮ সালের ১৯ মে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পানছড়ি বাজার বয়কটের ঘোষনা পর থেকেই বাজার ছিল ক্রেতাশূণ্য ছিল। গেল ২৩ এপ্রিল বয়কটের নিষেধাজ্ঞা তুলে নিলে রবিবার (২৮এপ্রিল) হাটবার সকাল থেকেই জমে উঠে পাহাড়ী-বাঙ্গালীর মিলনমেলা। ফলে ক্রতা-বিক্রেতা সকলের স্বস্তি ফিরে আসে।

 

তরকারী বিক্রেতা-সুন্দর আলী, খলিল জানান, মানুষের ঢল দেখে খুব ভালো লাগছে। তাছাড়া বেচাকেনাও চলছে ধুমছে।

 

কৃষক রমি চাকমা, বজেন্দ্র চাকমাসহ কয়েকজন জানান-উৎপাদিত পন্যাদি নিয়ে বাজারে আসতে পেরে আনন্দ লাগছে। আশা করছি নিজ জমিনে উৎপাদিত পন্যাদি সঠিক মূল্য বিক্রি করতে পারব।

 

তবলছড়ির জীপ চালক মো: আবু হানিফ, আ: মতিন ও আলী জানান, দীর্ঘদিন পর যাত্রী নিয়ে পানছড়ি বাজারে এসেছি। প্রাণচাঞ্চল্য বাজারটি দেখে খুব ভালো লাগছে। প্রাণ ফিরে এসেছে টমটম চালকদের মাঝেও।

 

তারা জানান,খুব কষ্টের মাঝে ছিলাম ১১টি মাস। বাজার বয়কটের আগে হাটবারে পনর’শ, দু’হাজার টাকা ভাড়া মারতাম। কিন্তু বয়কট চলাকালীন চার’শ থেকে পাঁচ’শর মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে সমিতির কিস্তি চালাতে অনেক কষ্ট হয়েছে। আশা করছি সু’দিন আবার ফিরে এসেছে।

 

ব্যবসায়ী মো: সেলিম, জয় প্রসাদ দেব, পিন্টু বিশ্বাস, উল্লাস, টেনটেন’সহ অনেকে বাজারের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় খুশী বলে জানান। পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য জানান, ক্রেতা-বিক্রেতার সহবস্থান নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো-তৌহিদুল ইসলাম বলেন-পানছড়ি বাজারের পূর্বে পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত