রাঙামাটিতে মে দিবস পালিত

Published: 01 May 2019   Wednesday   

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে জেলার সড়ক ও নৌ পরিবহন ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ করেছে।


শহরের পৌর ট্রাক টার্মিনাল চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। সড়ক ও নৌ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি পরেশ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুনুররশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তসাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, আমরাশ্রমিকদের পাশে সব সময় আছি। কারণ শ্রমিকরা তাদের শ্রম না দিলে আমাদের উৎপাদন সম্ভব নয়। তবে শ্রমিকদের সকল দাবিযেন গনতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এই আশাবাদ ব্যক্ত করেন।


জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদএ সময় আয়োজিত সমাবেশে শ্রমিকদের যে কোন ন্যায্য দাবিতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।


এর আগে সকালে ‘শ্রমিক মালিক গড়ব দেশ’ এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে পৌরসভা প্রাঙ্গন থেকে আসবাপত্র শ্রমিক সমবায় সমিতির আয়োজনে আসবাপত্র শ্রমিকরা একটি র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসবাপত্র শ্র্রমিক সমবায় সমিতির কার্যালয়ে  গিয়ে শেষ হয় ।


এছাড়া সরকারী আধা সরকারী চালক কল্যাণ সমিতির আয়োজনে রাঙামাটির কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এছাড়াও সরকারী আধা সরকারী চালক কল্যাণ সমিতির আয়োজনে রাঙামাটির কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারী আধা সরকারী চালক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত