চাকমা কালচার কাউন্সিলের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

Published: 01 May 2019   Wednesday   

সাংস্কৃতিক সংগঠন চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশ (সিসিসিবি) এর প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বুধবার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশ এর সভাপতি লিটন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশ এর উপদেষ্টা রনজিত চাকমা এবং এ্যাডভোকেট সুস্মিতা চাকমা প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বনরুপা এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।


সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তরা বলেছেন, কোন জাতি তার নিজস্ব সংকৃতিকে ধরে রাখতে হলে আগে ভাষাকে ঠিকে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বক্তরা। কোন জাতি ভাষা ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই আমাদের নিজস্ব ভাষাকে ঠিকে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

বক্তরা আরো বলেছেন, সংস্কৃতিকে ধরে রাখতে হলে শুধু পোশাকে নয় আমাদের নিজের জাতিকে মনের ভিতর লালন করে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত