কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন

Published: 02 May 2019   Thursday   

কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। 

 

অপরদিকে রাঙামাটি কাপ্তাই কে আর সি উচ্চ বিদ্যালয়ে ২৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নিবার্হী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী), কে আর সি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ড. এম এম এ কাদের। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ক্ষুধা-দারিদ্র মুক্ত, অসাম্প্রদায়িক ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ আজ পুরণ হতে চলেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে। আর শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও অবকাঠামোসহ নানাবিধ উন্নয়ন করে যাচ্ছে। তাই সরকারের এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে উন্নত দেশ গড়তে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত