থানছিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

Published: 05 May 2014   Monday   

 

 

 

বান্দরবান জেলার  দুর্গম এলাকা থানছি উপজেলার বিভিন্ন প্রত্যান্ত এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।ফলে উপজেলার রেমাক্রি,মোদকসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়ায় আতংকিত এলাকার লোকজন।

এলাকাবাসীরা জানায়, থানছি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকলেও চিকিৎসক ঔষধপত্র নেই। ফলে এলাকার লোকজন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে তীব্র গরমে থানছড়ি উপজেলায় প্রত্যন্ত রেমাক্রি,মোদকসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেছে । ফলে এসব এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়ায়  এলাকার লোকজনের ভীতি বিরাজ করছে।

সূত্র আরও জানায়, এম্বুলেন্সের অভাবে রোগী আনা নেয়া সম্ভব হচ্ছে না। এমনকি থানছিন উপজেলার বিভিন্ন  গ্রামাঞ্চলে খাবার স্যালাইনের অভাবে ডায়েরিয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, থানছির প্রত্যান্ত অঞ্চলের বেশীর ভাগ মানুষ ঝর্না,ছড়া ঝিড়ির পানি পান করে থাকে। ফলে গ্রীস্ম মৌসুমের সময় ডায়েরিয়া প্রাদুর্ভাব বেশী দেখা দেয়।

 জেলা সিভিল সার্জন ডাক্তার মংতেঝর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান থানছি উপজেলায় ডায়রিয়া অক্রান্ত এলাকায় দুটি মেডিকেল টিম কাজ করছে এবং এলাকায় ডায়রিয়া  সম্পুর্ন নিয়ন্ত্রনে রয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত