বান্দরবানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

Published: 19 May 2019   Sunday   

বান্দরবানে সদর উপজেলা রাজবিলায় ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবর্ৃৃত্তরা। বড় ভাইকে খুঁজে না পেয়ে ছোট ভাইকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।শনিবার রাতে রাজবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮নং রাবার বাগান পুনর্বাসন এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানায়, জেলা সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮নং রাবার বাগান পূনর্বাসন এলাকায় শনিবার রাত ১টার দিকে চাইপাঅং মারমা’র নাম ধরে ডাকাডাকি করছিল কিছু লোক। তাঁর বড় ভাই বাড়িতে না থাকার বিষয়টি ছোট ভাই ক্যচিংথোয়াই মারমা তাদেরকে জানায়। এরপর বাইরে অপেক্ষায় থাকার লোকগুলো তাকে বাইরে আসতে বলে। ক্যচিংথোয়াই মারমা ঘর থেকে বাইরে আসলে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের সময় দুর্বৃত্তরা কতজন তাও স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় কারা জড়িত তাও এখনো সুনির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ। রোববার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্যচিংথোয়াই ৫নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি। তার বড় ভাই চাইপাঅং মারমা একই ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে পৃথক একটি ঘটনায় ছেলেকে না পেয়ে বাবাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র (জেএসএস) পক্ষ থেকে স্থানীয়ভাবে পরিচিত মগ পার্টিকে (মায়ানমারের বিচ্ছিন্নতাবাদি সংগঠন আরাকান লিবারেশন পার্টি-এএলপি) দায়ী করেছিল।

 

রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। অল্প কয়েকদিনে বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনায় তিনি উদ্বিগ্ন। তার এলাকার জনগণ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিছু কিছু এলাকায় আতঙ্কে পুরুষ শূণ্য হয়ে পড়েছে। এই হত্যাকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
চলতি মাসের গেল ৭ মে জেলা সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন এলাকায় জেএসএসের সমর্থক বিনয় তঞ্চঙ্গ্যা নামে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময়ে আরেক জেএসএস সমর্থক অপহরণ করে দুর্বৃত্তরা। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। এরপর একই উপজেলার রাজবিলা ইউনিয়নের পাশ্ববর্তী কুহালং ইউনিয়নে গত ৯ মে ৩ নম্বর রাবার বাগান এলাকায় জয়মনি তঞ্চঙ্গ্যা নামে জেএসএস সমর্থককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা প্রথমে তার ছেলেকে খোঁজ করছিল। ছেলেকে না পেয়ে বাবাকে গুলিতে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় জেএসএসের পক্ষ থেকে এই হত্যাগুলোর সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি দল আরাকান লিবারেশন পার্টি (এএলপি) যা স্থানীয়ভাবে মগ পার্টি নামে পরিচিত দলকে দায়ী করেছিল।


সদর থানা ওসি মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে পুলিশ একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে নিহতদের বড় ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করছিল। বড় ভাই বাড়িতে না থাকায় ছোট ভাই ঘর থেকে বেরিয়ে এসে দুর্বৃত্তদের সঙ্গে কথা বরে। দুর্বৃত্তরা বাড়ির একটু দূরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত