অর্থনীতি সমিতির ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

Published: 25 May 2019   Saturday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের জন্ম শত বর্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০০১৯-২০ এর উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি প্রফেসর মোঃ মঈন উদ্দীন।

 

রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি বেলায়েত হোসেন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্যে দেন  রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কামাল উদ্দীন, রাঙামাটি সরকারী কলেজের প্রফেসর মনোয়ার কবির,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।


সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, সরকারের বার্ষিক বাজেট রাষ্ট্রের উন্নয়ন দর্শনের অবিচ্ছেদ্য পথনিদের্শক দলিল। আর উন্নয়ন দর্শনের বাস্তবায়ন অঙ্গ-বাজেট কোন অনড় বা স্থির প্রক্রিয়া নয়, তা চলমান গতিশীল একটি প্রক্রিয়া। আর তাই রাষ্ট্রের উন্নয়ন দর্শনের নিরিখে বাজেটের চলমান গতিশীল প্রক্রিয়ার চরিত্র ও বৈশিষ্ট্যসহ বিবর্তিত লক্ষ্যটি অনুধাবন অপরিহার্য।

 

বক্তারা বাজেটে শিক্ষা প্রযুক্তি, জন প্রশাসন, পরিবহন,স্বাস্থ্য,কৃষি খাতকে সর্বোচ্চ বরাদ্দের অগ্রাধিকারের পাশাপাশি রাঙামাটি জেলাকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য শিল্পমুখী কারখানা গড়ে তোলার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত