রাঙামাটির বিদ্যুৎহীন এলাকার শিক্ষার্থীদের সোলার চালিত এলইডি লাইট ও মাল্টি মিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান

Published: 03 Jun 2019   Monday   

সোমবার রাঙামাটিতে বিদ্যুৎহীন দূর্গম এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোলার চালিত এলইডিলাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস রুম করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এই সোলার চালিত এলইডিলাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করা হয়।



রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলইডিলাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষা বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য মোঃ জানে আলম, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বরকল উপজেলার বিলছড়া উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ির ফারুয়া উচ্চ বিদ্যালয়, জুরাছড়ির বড় কলক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ির আমতলী উচ্চ বিদ্যালয়, লংগদুর কাট্টলী উচ্চ বিদ্যালয়, নানিয়ারচরের জাহানাতলী ও মহাপুরম উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং কাউখালী উপজেলার ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয় মোট ৯টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুমডিভাইস ও ৭৮জন করে উক্ত ৯টি বিদ্যালয়ের মোট ৭০২জন শিক্ষার্থীদের মাঝে সোলার চালিত এলইডিলাইট এর সরঞ্জাম প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত