পাহাড়ী নয়, বাঙালি নয় আমি মানুষ-বিধান চাকমা

Published: 12 Jun 2019   Wednesday   

বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেছেন, মানুষ পৃথিবীতে শ্রেষ্ট প্রা নী। ধর্মের কারনে সারা পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের জাতিগত ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি হয়েছে। আমি সেই ভেদাভেদ বৈষম্য মানি না। আমি পাহাড়ী নয় বাঙালি নয় আমি মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই। মানুষের মধ্যে সেই বিবেক কে জাগ্রত করতে হবে।

 

বুধবার  রাঙামাটির বরকল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা তিনি এসব কথা বলেন।

 

উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা বরকল সদর ৪৫বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মেডিকেল অফিসার ক্যাপ্টেইন জাহিদ হাসান শোভন মডেল থানার অফিসার ইনচাজ মফজল আহম্মদ খান বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন বরকল সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবু বক্কর প্রেস ক্লাবের সদস্য মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

 

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেইন জাহিদ হাসান শোভন বলেন- এলাকায় উন্নয়ন করতে হলে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরো বেশী সুদৃঢ় করতে হবে। জেলার অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলার আইন শৃঃখলা পরিস্থিতি ভালো। এ ধারা কে বজায় রাখতে হলে সকল পেশার মানুষদের মাঝে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কে আরো বেশী সুদৃঢ় করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা আঁখি তালুকদার হিতৈষী চাকমা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিময় চাকমা সমর বিকাশ চাকমা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বিহারী চাকমা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা ইতিময় চাকমা কার্বারী কালি কুমার চাকমা করুনা লাল চাকমা ব্যবসায়ি মংএচিং মগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় এলাকার আইন শৃঃখলা পরিস্থিতি ভালো রেখে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেই টেকসই সামাজিক সেবা সুরক্ষা প্রকল্পের আওতায় উপজেলায় সরকারি প্রতিষ্ঠান গুলোর সেবা তৃনমুল পর্যায়ে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত