পানছড়িতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

Published: 14 Jun 2019   Friday   

খাগড়াছড়ির পানছড়িতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা বৃস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।


পানছড়ি উপজেলা পরিষদ হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা মানুয়ের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমূল এ কর্মশালা আয়োজন করে। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা, উিপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, ইউপি চেয়ারম্যান, পানছড়ির আইডিএফ প্রতিনিধি অনিল চাকমাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কর্মশালাটি পরিচালনা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমূল এর তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমা, প্রকল্প কর্মকর্তা,দেবাশীষ চাকমা ও রেশমী চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত