জাতীয় শিক্ষা সপ্তাহ ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কাপ্তাই নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজ

Published: 23 Jun 2019   Sunday   

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ কাপ্তাই উপজেলা পর্যায়ে ৬ টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করলো কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ।

 

বরাবরের মতো এবছরও এই প্রতিষ্ঠানটি কাপ্তাই উপজেলা পর্যায়ে  মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহন করেছে। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী পুজা বৈদ্য শ্রেষ্ঠ শিক্ষার্থী, ১০ম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা চাকমা শ্রেষ্ঠ গার্ল গাইড এবং প্রতিষ্ঠানটির  স্কাউটস গ্রুপ  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউটস গ্রুপ নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহন করেছে।

 

 

বৃহস্পতিবার (২০ জুন) কাপ্তাই  উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা আ`লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  নুরুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত