সাপছড়িতে প্রবীণ ৬ গুনীজন ও ৩ শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা প্রদান

Published: 30 Jun 2019   Sunday   

রোববার বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) এর উদ্যোগে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের ৬ জন প্রবীণকে প্রবীণ সম্মাননা এবং ৩জনকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা প্রদান করা  হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলার ৩ নং সাপছড়ি ইউনিয়ন কার্যালয়ের সন্মেল কক্ষে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। সিআইপিডি এর সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ এবং গবেষক প্রফেসর মংশানু চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সাপছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, সিআইপিডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জন লাল চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিআইপিডি এর  সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা। 

 

সাপছড়ি ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি এবং সর্বোপরি জন সচেতনতা সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে সমাজ উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপন করায় জন জন গুনী ব্যক্তিকে সন্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন, গঙ্গা চরণ চাকমা, ত্রিনয়ন দেওয়ান, বিজয় কুমার কার্বারী, মো: সাবের আহমেদ, রেবতী কান্ত চাকমা এবং ধীরেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।  এছাড়া শ্রেষ্ঠ সন্তান হিসেবে যে ৩ জন সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন জুর মনি কার্বারী, বিপল চাকমা এবং শোভারাম চাকমা। পদ্ধতি মাফিক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সার্বিক মূল্যায়নের ভিত্তিতে এলাকার এসব গুণী প্রবীণ এবং শ্রেষ্ঠ সন্তানদের মনোনীত করা হয়। ৬ জন প্রবীণদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং আড়াই হাজার টাকা হারে এককালীন সম্মানী প্রদান করা হয়। এছাড়া ৩ জন শ্রেষ্ঠ সন্তানদের প্রত্যেককেও একটি করে সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং সম্মানী বাবদ এককালীন  দেড় হাজার  টাকা হাতে তুলে দেয়া হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা বলেন, প্রবীণরা সমাজের অগ্রসর অংশ। তাদের অর্জিত অভিজ্ঞতা সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। কিন্তু, আমরা তাদেরকে সমাজে সেভাবে মূল্যায়িত হতে দেখিনা।  তাই সিআইপিডি যে নিজস্ব উদ্যোগে এ ধরনের একটি মহৎ কার্যক্রম বাস্তবায়ন করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। আমি তাদের এই কর্মসূচীর সফলতা কামনা করছি।

 

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশান (পিকেএসএফ) আর্থিক সহায়তায় গেল ২০১৮ সাল আগষ্টে সিআইপিডি অত্র উনিয়নের মোট ৯টি ওয়ার্ডে প্রবীণদের নিয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করছে। এ কর্মসূচীর আওতায় ২০১৮সালের অক্টোবর থেকে বাছাইকৃত মোট ৭৫ জন প্রবীণের মাঝে মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া প্রবীণদের শীতবস্ত্র, ছাতাসহ প্রদানসহ স্বাস্থ্য সেবাও এ কর্মসূচীর আওতায় দেয়া হয়ে থাকে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত