বরকলের দু্ই ইউনিয়নের বন্যায় দূর্গত মানুষদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রি বিতরন

Published: 17 Jul 2019   Wednesday   

প্রাকৃতিক সৃষ্ট দূর্যোগে মানুষের কোন হাত নেই। প্রতি নিয়ত প্রাকৃতিক দূর্যোগের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। এ দূর্যোগ মোকাবেলা করতে হলে মনের মধ্যে ধৈর্য ও সাহস রাখতে হবে বলে মন্তব্য করেছেন ২৯৯নং পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

বুধবার  রাঙামাটির বরকল উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ আইমাছড়া ইউনিয়ন ও ভুষণছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রি বিতরনের আলোচনা সভায় এমপি দীপংকর তালুকদার এসব কথা বলেন। 

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বরকল মডেল থানার ওসি মোঃ জসিম উদ্দিন আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ আওয়ামীলীগের উপজেলা ইউনিয়ন ও ওর্য়াড কমিটির নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বন্যায় ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে নগদ ৫০ হাজার টাকা। ১০ মেট্রিকটন চাউল  শুকনা খাবার ও টাবু বিতরন করেন দীপংকর তালুকদার এমপি।

 

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন জানান- বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের এযাবতকাল ৩০ মেট্রিকটন চাউল নগদ ৫০ হাজার টাকা ১৫০ পরিবারকে শুকনা খাবার ও ১০০টি টাবু বরাদ্দ এসেছে এবং এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে বলে নির্বাহী অফিসার জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত