জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সংবাদ সম্মেলন

Published: 17 Jul 2019   Wednesday   

"মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগান এবং " মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার থেকে দেশের অন্যান্য স্থানের মতো কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ।

 

 এ উপলক্ষে বুধবার বিকেলে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্জয় দেবনাথ মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচী তুলে ধরেন এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য বিভাগের সাফল্যের বর্ণনা দেন। এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সদস্য কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মিথুন দেওয়ান এবং অফিস সহায়ক মো: সাদ্দাম হোসাইন উপস্থিত ছিলেন।

 

উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, আগামী ১৮ জুলাই উপজেলা ‍চত্ত্বরে  র‍্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হবে। এছাড়া সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসুচী গুলো হলো মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রর্দশন,  মোবাইল কোর্ট পরিচালনা,শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা,হাটবাজার  বা জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বদ্ধকরণ সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত