জুরাছড়িতে নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ চালু না রাখলে বিল পরিশোধ থেকে বিরত ও বিদ্যুৎ অফিস ঘেরাও হুমকি

Published: 18 Jul 2019   Thursday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলাই বিদ্যুৎ বিভ্রান্তি প্রতিকারের দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকাবাসীরা।

 

সমাবেশ বিক্ষোভকারীরা আগামী শনিবারের মধ্যে জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভ্রান্তি দুর করে নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ চালু না রাখলে বিল পরিশোধ থেকে বিরত থাকা ও জেলা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচীর হুমকি দেয়া হয়েছে। 

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে প্রমূখ।  নেতৃত্বে উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে  বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের অভিমূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই উপকেন্দ্র থেকে ২০১৫ সালে সরকার জুরাছড়ি উপজেলাই বিদ্যুৎ সংযোগ দিলেও মাসে ১৫ থেকে ২০ দিন গড়ে বিদ্যুৎ পাওয়া যায় না বলে অভিযোগ গ্রাহকদের। আকাশে মেঘ কিংবা হালকা বাতাস এলেই বিলাইছড়ি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।  প্রতিনিয়ত রয়েছে লাইনের সমস্যার অজুহাতে বিভিন্ন বিভ্রান্তি। অনেক সময় লাইনের সমস্যা দেখিয়ে সময়ে অসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিংবা লো-ভোলটেজ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন।

 

সমাবেশে বক্তারা আরো বলেন, গেল ৬ জুলাই সন্ধ্যা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে উপজেলায় সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মূখে রয়েছে। তীব্র তাপদহে স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন সরকারী দপ্তরে পানির ভোগান্তি বাড়ছে। অফিসের অনলাইন কাজ-কর্ম স্থবিরতা নেবে এসেছে। এমনকি বিদ্যুৎ বিভ্রান্তির কারনে গেল জুন মাসে অনেক সরকারী দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের বরাদ্দ উত্তোলন করা সম্ভব হয়নি।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন,  ১২ দিন ধরে উপজেলাই বিদ্যৎ নেই, বেড়েছে ভোগান্তি। এ বিষয়ে জেলা প্রশাসকে জানানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথাও হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুধুই প্রতিশ্রুতি দিয়ে গেলেও সংযোগ দেওয়ার আজও কোন খবর নেই। তা্ই গ্রাহক ও সুশীল সমাজ প্রতিনিধিরা বিদ্যৎ এর দাবীতে মিছিল ও সমাশে করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত