আলীকদমে ফরমালিন বিরোধী অভিযান,এক মন আফ্রিকান মাগুর জব্দ

Published: 22 Jul 2019   Monday   

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার আলীকদম মাছ বাজারে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন আলীকদম উপজেলা প্রশাসন। এসময় আলীকদম মাছ বাজারের ব্যবসায়ী দুলালের কাছে এক মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন মোবাইল কোর্ট।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জয় বণিক, থানা পুলিশের উপ-পরিদর্শক মাহামুব রহমান, বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু কায়েস প্রমূখ।  

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলীকদম মাছ বাজারে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, ফরমালিন বিরোধী এই অভিযান চলমান থাকবে। বাজারে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট পরিচলনা করায় এলাকাবাসী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত