সমাপনি দিনে কাপ্তাইয়ে মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

Published: 23 Jul 2019   Tuesday   

"মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগান এবং " মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার  শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান।

 

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের আয়োজনে সমাপনি দিনে উপজেলা পরিষদ রেস্ট হাউসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্যচাষীদের মাঝে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সমাপনি দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।

 

সমাপনি দিনে কাপ্তাইয়ের চন্দ্রঘোনার মৎস্যচাষী মৃনাল তনচংগ্যা, চিৎমরমের চিং থোয়াই মারমা এবং রাইখালীর মৎস্যচাষী সাবের আহম্মেদকে চলতি বছরের শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে ক্রেস্ট  এবং সনদপত্র বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত