রাঙামাটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প ও পাওয়ার টিলার বিতরণ

Published: 23 Jul 2019   Tuesday   

সোমবার রাঙামাটিতে কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি’র অর্থায়নে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্য  সাধন মনি চাকমা। জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ান, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা, বন্দুকভাঙ্গা ইউনিয়নের প্রতিনিধি বিমুলেন্দু চাকমা, মগবান ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুস্প রাজ চাকমা।

 

আলোচনাসভা শেষে পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৩টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের এগিয়ে নিতে এবং তাদের ভাগ্যউন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। স্বপ্লমূল্যে বীজ, সার, আধুনিক যন্ত্রপাতি বিতরণ, চাষীদের সহজভাবে ব্যংক একাউন্ট খোলা’সহ বিভিন্ন সুবিধা কৃষকদের প্রদান করছে।

 

বক্তারা আরো বলেন, বর্তমানে কৃষকরা সরকার প্রদত্ত এ সকল সুবিধা পাওয়ার ফলে দেশে ফল-ফসল-সবজি উৎপাদন বৃদ্দি পেয়েছে। তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছে। বক্তরা কৃষক মাঠ স্কুলের সদস্যদের উদ্যেশে বলেন, আপনারা এই প্রকল্পের আওতায় পাওয়ার টিলার ও সেচ পাম্পগুলো পাচ্ছেন। এগুলো যেন নিজের এবং প্রতিবেশী কুষকদের ফসল উৎপাদনে সহায়ক ভুমিকা রাখে সেদিকে লক্ষ্য রাখবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত