রাঙামাটিতে মানবাধিকার ও সুশাসন শীর্ষক পাঠ চক্র

Published: 23 Jul 2019   Tuesday   

ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশ গ্রহণে সোমবার  রাঙামাটিতে “মানবাধিকার ও সুশাসন” শীর্ষক পাঠ চক্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি কার্যালয়ে পাঠচক্রে ইয়েস ও ইয়েস সদস্যরা তিন গ্রুপে ভাগ হয়ে মানবাধিকার ও সুশাসন সম্পর্কিত ব্রাউন পেপারে লিখে উপস্থাপন করেন। উক্ত পাঠ চক্রে সভাপতিত্ব করেন ইয়েস সহ দলনেতা সুনয়ন চাকমা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বজন সদস্য জনাব রেজাউর রশীদ পাপ্পু, টিআইবি এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা, সনাক সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার।

 

উক্ত পাঠ চক্র পরিচালনা করেন ইয়েস সদস্য সাপেল বড়–য়া জয়। সুশাসন ও মানবাধিকার সম্পর্কে ইয়েস সদস্যদের স্বচ্চ ধারনা থাকায় সনাক সভাপতি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

তিনি বলেন সুশাসন ও মানবাধিকার একে অপরের পরিপূরক এবং সুশাসন প্রাপ্তী ও মানবাধিকার রক্ষা মানুষের জন্মগত অধিকার। তিনি আরো বলেন সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের মানবাধিকার রক্ষিত হয়। ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক কার্যকারিতার মাধ্যমেই আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত