রাঙামাটিতে গুজব বিরোধী অভিষানের অংশ হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে সচেনামূলক সমাবেশ

Published: 24 Jul 2019   Wednesday   

গুজব বিরোধী অভিষানের অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেনামূলক সমাবেশ করেছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সচেতনামূলক সমাবেশ করেছে।


রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে গুজব বিরোধী প্রচার অভিযান ও সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেনন জেলার পুলিশ সুপার মো.আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন,রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ প্রশাসনের বিভিন্ন লোকজন। এছাড়া জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে এ গুজব বিরোধী অভিযানে জেলা প্রশাসনের একটি টিম শহরের বেশ কিছু বিদ্যালয়ে সমাবেশ করেছে। এছাড়া লোকজনদের গুজবে কান না দিতে অনুরোধ জানিয়ে শহরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।


সমাবেশে পুলিশ সুপার আলমগীর কবির ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন,পদ্মা সেতুর জন্যমানুষের মাথা ও রক্ত লাগবে সৃষ্ট গুজবে কান না দিতে আহবান জানান। তিনি বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এটা সম্পূর্ণ একটি গুজব। পদ্মা সেতুর জন্য মেধা শ্রম শক্তি। পদ্মা সেতু উন্নত যন্ত্রপাতি প্রযুক্তি ও দেশী বিদেশী অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে। একটি কুচক্রি মহল দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য রুপকথার গল্পের মত গুজব ছড়াচ্ছে।


পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,ছেলে ধরা সন্দেহে এ পর্যন্ত যে সমস্ত গণপিটুনির মত ঘটনা ঘটেছে তার একটিও সত্যতা পাওয়া যায়নি। সন্দেহ থেকে অতি উৎসাহিত হয়ে যারা গণপিটুনি দিয়ে মানুষকে মারছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। ছেলে ধরা এটা নিছক গুজব।


অযাথা কেউ এই গুজবে বিভ্রান্ত না হতে এবং গুজবে কান না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান তিনি আরো বলেন,গুজব শুনার সাথে সাথে মাঠে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে।

এদিকেগুজব বিরোধী অভিষানের অংশ হিসেবে বিকালে শহরের বনরুপা পুলিশ বক্স সংলগ্ন সিএনজি ষ্টেশনে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মো.ইসমাইল হোসেনের সভাপতিত্বে এই সচেতনতামূলক মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পুলিশের সদর(সার্কেল) অতিরিক্তি পুলিশ সুপার মো.জাহাঙ্গীর আলম।

 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর(সার্কেলের)পুলিশ পরিদর্শক মো.রবিউল,পুলিশ কর্মকর্তা ,কনস্টেবলবৃন্দ,সিএনজি চালক ও মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আবদুল হালিম,বনরুপা ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ স্থানীয় সাধারণ মানুষ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত