গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না

Published: 24 Jul 2019   Wednesday   

`পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে`- এমন গুজবকে কেন্দ্রে করে ছেলে ধরা সন্দেহে গনপিটুনি রোধে কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সৃষ্ট ভয়ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টি এবং গুজব প্রতিরোধের লক্ষে কাপ্তাই থানা পুলিশের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সমূহে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  নুরুল আলম ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের এই বিষয়ে অবহিত করেন। এসময় তিনি বলেন, আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি; কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে পুলিশের জাতীয় জরুরী সেবা `৯৯৯` অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করি। এ বিষয়ে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, পুুলিশ সুপারের নির্দেশক্রমে আমরা কাপ্তাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয়ে শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামুলক কর্মসূচি পালন করে আসছি। তিনি আইনকে নিজের হাতে তুলে না নিয়ে সকলই পুলিশকে সহায়তার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত