মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ কাপ্তাইয়ে র‍্যালী, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

Published: 25 Jul 2019   Thursday   

আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্হ থাকি"-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন হতে বর্নাঢ্য র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,  ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

 

আলোচনা সভায় বক্তাগন বলেন, সাম্প্রতিককালে রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সকলে বাড়ীর আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখলে এই ডেঙ্গুজ্বর হতে পরিত্রাণ পাওয়া যাবে অতিসহজে। র‍্যালী এবং আলোচনা সভায় কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্কাউটসের সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত