বরকলে মাদক বিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা

Published: 25 Jul 2019   Thursday   

মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের ছোবল থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সচেতনতার মাধ্যমে মাদক মুক্ত সুস্থ জাতি সৃষ্টি করতে হবে।

 

বুধবার বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিনা ১২বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে ভুষনছড়া বাজারে মাদক বিরোধী সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবদুল খালেক এসব কথা বলেন।

 

ছোট হরিনা ১২বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্নেল নারায়ন চন্দ্র দেবাশীষ পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বরকল মডেল থানার এস আই মোহাম্মদ সোহেল হোসেন মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন।

 

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন বড় হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা সহ ভূষণছড়া ইউনিয়নের মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

সেক্টর কমান্ডার আরো বলেন,সীমান্ত দিয়ে হেরোইন ইয়াবা গাঁজা বিদেশী মদ সহ কোন মাদক দ্রব্য যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি সাধারন মানুষদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত