বিলাইছড়িতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে নানা কর্মসূচি

Published: 25 Jul 2019   Thursday   

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন  উপলক্ষে বৃহস্পতিবার  বিলাইছড়ি উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান দিয়ে শুরু হয়েছে।

 

এ উপলক্ষে সকালে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এতে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়–য়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও  বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভাঃপ্রাঃ) অংচাখ্যই মারমা , সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা ও জাইকা এর উপজেলা ডেভেলভমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা।

 

বক্তারা বলেন, যেহেতু ডেঙ্গু রোগটা সারাদেশ ব্যাপী মহামারী আকারে ধারণ করেছে। তাই সরকার প্রতিরোধ হিসেবে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য আমাদেরকে সচেতন হয়ে আমাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বক্তারা আরও বলেন, তবে এলাকা ভেদে ডেঙ্গু পার্বত্য চট্টগ্রামে তেমন একটা না থাকলেও ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তারা আরও বলেন, আজকের আলোচিত বিষয়গুলো এখানে সীমাবদ্ধ না রেখে উপস্থিত সকলের  মাধ্যমে জনগণের কাছে পোঁছে দিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির তথ্য অনুযায়ী বিলাইছড়ি উপজেলার জুন মাসে মোট ম্যালেরিয়া রোগীর সংখ্যাা ১১৪ জন। এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে,  এই রিপোর্ট লেখা পর্যন্ত চলতি মাসে মোট রোগীর সংখ্যা ৯৪ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত