রাঙামাটির ফিসারী বাঁধসহ সড়কটি রক্ষার দাবীতে মানববন্ধন

Published: 25 Jul 2019   Thursday   

রাঙামাটি শহরের ফিসারী বাধ রক্ষার দাবীতে মানবন্ধন করা হয়েছে। সম্প্রতি কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে রাঙামাটি শহরের বনরূপার সাথে রিজার্ভ বাজার ও তবলছড়ির সাথে সংযোগ স্থাপন দৃষ্টি নন্দন ফিসারী বাঁধসহ সড়কটি।

 

 রাঙামাটিবাাসী বানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, পরিবেশ কর্মী ললিত চন্দ্র চাকমা, মঈন উদ্দিন সেলিম, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,  জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আজম।

 

মানবন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে ফিসারী বাধ সড়কটি। প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বাড়লে এ সড়কে বিভিন্ন নৌযান ভিড়ে। এছাড়াও এ বাঁধের উপর ভারি যান রাখার কারণে বাঁধসহ সড়কটি ভেঙে যাচ্ছে। কিন্তু প্রতি বছর এ সড়কটি রক্ষার নাম করে অস্থায়ী মেরামত করা হয়। এটি প্রতি বছর ভাঙে, প্রতি বছর অর্থ অপচয় করা হয়। সম্প্রতি হ্রদে পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধটি। বক্তারা বাধটির রক্ষার জন্য দ্রুত স্থায়ী মেরামতের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত