রাঙামাটিতে ব্লাস্ট ইউনিটের উদ্যোগে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থার সাথে নেটওয়াকিং সভা

Published: 25 Jul 2019   Thursday   

সম্পূর্ন বিনামূল্যে আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার জেলার এনজিও প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিট অফিস কক্ষে  আয়োজিত সভায় ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান। এসময় বক্তব্যে দেন টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রোগ্রেসিভ এর নুকু চাকমা, সিইপিডি এর দয়াল কান্তি চাকমা, টিআইবির মো: নূরুল আলাল, সূর্যের হাসি নেটওয়ার্ক এর মো: ওমর ফারুক, গ্রীনহিলের সুগন্ধি চাকমা এবং ডব্লিউআরএন   এর লিপিকা ত্রিপুরা।

 

সভার শুরুতে ব্লাস্টে’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করায় উপস্থিত প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্লাস্টের বিনামূল্যে আইন সহায়তা বিষয়ক কার্যক্রম এর উপর বিশদ আলোচনা করেন । তিনি বলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান বে-সরকারী আইন সহায়তা প্রদানকারী সংস্থা। এ সংস্থা মূলতঃ দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকে। সেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থা বৈষম্যের শিকার দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং বিশেষত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দেয়।

 

মুক্ত আলোচনায় এলাকার তৃনমূল পর্যায়ে সাধারণ জনগণকে কিভাবে তাদেরকে বিনামূল্যে আইনগত সহায়ত পৌছে  দেয়া যায়”  সভায় উপস্থিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ  মতামত ব্যক্ত করেন  ও নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ব্লাস্টের বিনামূল্যে আইনগত সহায়তা ও সচেতনতা কার্যক্রমে তাদের সংস্থার মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত