রাঙামাটিতে প্রজেক্ট ফুড অন দ্যা ওয়াল চালু করল স্বপ্নবুনন

Published: 25 Jul 2019   Thursday   

 

সামাজিক সংগঠন স্বপ্নবুননের উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় গরীব ,অসহায়, ক্ষুর্ধাত ভিক্ষুকদের জন্য প্রজেক্ট ফুড অন দ্যা ওয়াল চালু করেছে।


কলেজ গেইট এলাকার খাজাভোজন হোটেলে ব্যতিক্রমধর্মী এ প্রজেক্ট উদ্ধোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন এবং পাহাড় টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল উদ্দিন। এসময় অর্গানাইজিং সেক্রেটারি আলী আশরাফ্ ও ছালেহ আহমেদ এর তত্ত্বাবধায়নে পাবলিসিটি সেক্রেটারি মোঃ আলাউদ্দিন এর সঞ্চালনায়অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা নূর তালুকদার মুন্না এবং স্বপ্নবুননের সদস্য রিমন আবদুল্লাহ, আশিক, আসিফ, সাইমন, রবিউল, রিমু, ইমন, রিমি,জিসান, রফিকুল সহ সকল সেক্রেটারিয়েট মেম্বাররা উপস্থিত ছিলেন।

 

স্বপ্নবুননের কর্মকর্তারা জানান, ফুড অন দ্যা ওয়াল এর মাধ্যমে যে কেউ খুব সহজে একজন ক্ষুধার্তকে খাবার খাওয়াতে পারেন কোনো ঝামেলা ওসময় ব্যয় করা ছাড়াই। ব্যানারে উল্লেখিত (১,২,৩) সিরিয়াল অনুযায়ী যে কোনো একটি বা একাধিক রকমের খাবার দান করে রেখে যেতে পারেন একজন ক্ষুধার্তের জন্য। যখনি একজন গরীব ,অসহায়, ক্ষুর্ধাত ভিক্ষুক আসবেন, গ্রাহকের দেয়া খাবার অনুযায়ী সমপরিমাণ খাবার তিনি বিনামূল্যে পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত