কাপ্তাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Published: 26 Jul 2019   Friday   

আগামী ২৩ আগস্ট শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের সভাপতি সুবর্ণ ভট্রাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্রাচার্যের সঞ্চালনায় সভায় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু,  কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরিমন্দিরের সভাপতি  প্রকৌশলী স্বপন কুমার সরকার, সীতাঘাট শ্রীশ্রী সীতা মন্দিরের সভাপতি রতন কান্তি দাশ, চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয় মন্দিরের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, মিশন সিদ্বেশ্বরি কালি মন্দিরের সভাপতি সুধীর ধর, কেপিএম হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী  উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, পুজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৩ আগস্ট কেপিএম হরিমন্দির হতে উপজেলা সদর পর্যন্ত বর্নাঢ্য র‍্যালী, ধর্মীয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্বান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত