কাপ্তাইয়ে নৌবাহিনী স্কাউট দলের বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন

Published: 27 Jul 2019   Saturday   

বাংলাদেশ নৌবাহিনী স্কাউট দলের উদ্যোগে কাপ্তাইস্থ চট্টগ্রাম আঞ্চালিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মায়াবন,শিলছড়িতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের বাগান সৃজন কর্মসূচি পালন করা হয়েছে।

 

কর্মসূচির  উদ্ধোধন করেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ও স্বার্থ বিভাগের ডেপুটি ন্যাশনাল মো.নুরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাপ্তাই নৌবাহিনী স্কাউট লিডার ও কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল মো.জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম জেলার আঞ্চলিক রোবার সম্পাদক বেলাল আহমেদ, উপ-পরিচালক জহিরুল মান্না,রাঙামাটি জেলার রোবার সম্পাদক নুরুল আবছার এবং কাপ্তাই উপজেলার স্কাউট কমিশনার মোর্শেদুল কাদেরীসহ আরো অন্যান্যরা।

 

ডেপুটি ন্যাশনাল মো.নুরুল ইসলাম বলেন, বেশী বেশী গাছের চারা লাগিয়ে এই পাহাড়কে সবুজ তরুলতায় পরিণত করা দরকার। আমরা গাছ কাটতে জানি কিন্তু গাছ লাগাতে জানিনা। আজ এই পাহাড়ে গাছ পালা কম থাকায় পরিবেশের ভারসাম্য বিপন্ন হতে চলছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে। যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে না। তার কারন একটাই পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করছে পৃথিবী। পরিবেশ ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত