রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইন্টারন্যাশনাল রেড ক্রসের কর্মকর্তাদের সাক্ষাত

Published: 28 Jul 2019   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভাপতি বৃষ কেতু চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের উদ্ধর্তন একটি প্রতিনিধি দল।

 

জলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাতে সময় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের ওয়াটার এন্ড হ্যাবিট্যাট কো-অর্ডিনেটর তাম্য ভেন গেস্টেল, ওয়াটার এন্ড হ্যাবিট্যাট ডেলিগেট মারিয়া জেমা মিকো ইকোরো, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কার্যকরি সদস্য দানবীর চাকমা, রেজাউল করিম, মোঃ কামাল উদ্দীন’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাত শেষে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের ওয়াটার এন্ড হ্যাবিট্যাট কর্মকর্তাদের হাতে পরিষদ হতে চেয়ারম্যান শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

 

সাক্ষাতকালে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে প্রতিনিধি দলকে পরিষদ  চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের মাধ্যমে পাহাড়ের অনেক হতদরিদ্র পরিবার ছোট্ট পরিসরে ব্যবসা, গবাদি পশু, হাঁস মুরগি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এছাড়া প্রকৃতি ও মানবসৃষ্ট সকল ধরনের দূর্যোগে রেড ক্রিসেন্টের সহযোগিতা, সেবা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত