ইকোসেক প্রকল্পের মাধ্যমে রাঙামাটি রেড ক্রিসেন্ট ১২০ পরিবারকে চেক হস্তান্তর করেন

Published: 29 Jul 2019   Monday   

সোমবার ইকোসেক প্রকল্পের মাধ্যমে রাঙামাটি রেড ক্রিসেন্ট ১২০ পরিবারকে চেক হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তরের ‘কমিউনিটি ডেভেলপমেন্ট’ বিভাগের সহায়তায়-আন্তর্জাতিক রেড ক্রস কমিটির অর্থায়নে এবং রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সার্বিক তত্ত্বাবধানে জেলায় “ইকোসেক” প্রকল্প পরিচালিত হচ্ছে।

 

লংগদু উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। হয়। রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস-চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, সোসাইটির সিডি বিভাগের পরিচালক এম এ হালিম, ইউনিট সেক্রেটারী  মাহফুজুর রহমান, আইসিআরসি’র প্রতিনিধি রাকিব হাসান শুভ ও মং কিউ মার্মা, আজীবন সদস্য নজরুল ইসলাম, পংকজ সরকার ও মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ নুরুল করিম। অনুষ্টানে ইকোসেক প্রকল্পের ১২০ জন সুবিধাভোগীদের মাঝে ত্রিশ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত