বিলাইছড়িতে চার দিন ব্যাপি কৃষি ও সেচ বিষয়ক প্রশিক্ষণ শুরু

Published: 29 Jul 2019   Monday   

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে সোমবার থেকে চার দিন ব্যাপী কৃষি ও সেচ বিষয়ক চার দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমীতে বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণটি বাস্তবায়নে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারঃ) মেজবাহ উদ্দিন ও জাইকার উপজেলা ডেভেল্পমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ।প্রশিক্ষণে উপজেলার মোট ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত