বিলাইছড়িতে উন্নয়ন বোর্ড কর্তৃক চারাকলম ও সোলার বিতরণ

Published: 30 Jul 2019   Tuesday   

বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র অধীনে স্থানীয় অফিসে উপজেলা পাড়াকেন্দ্রসমূহে চারা কলম ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রকল্প ব্যবস্থাপক দিপুল চাকমার সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কারিগরী কর্মকর্তা লিটন চাকমা, বি.এম.টি.এফ ম্যানেজার সজীব চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্র্ডের প্রজেক্ট অর্গানাইজার পূর্ণেন্দু বিকাশ চাকমা।

 

উপজেলার মোট ৮৩টি পাড়াকেন্দ্রের মধ্যে তিনটি ইউনিয়নে ৪২টি পাড়াকেন্দ্রে ৩২০ ওয়াট সোলার প্যানেল ও আম, কমলা ও মাল্টাসহ বিভিন্ন ফলজ চারাকলম বিতরণ করা হয়েছে।

 

বক্তারা বলেন, যেসব পাড়াকেন্দ্রে সোলার প্যানেল দেওয়া হয়নি সেগুলোতে পরবর্তী পর্যাক্রমে দেওয়া হবে। তাছাড়া উপজেলায় আরও ২৫টি নতুন পাড়াকেন্দ্রে স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত