বরকলে এডিপির আওতায় সরবরাহকৃত বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ

Published: 05 Aug 2019   Monday   

সোমবার বরকলে ১৮-১৯ অর্থ  বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ( এডিপি) এর আওতায় সরবরাহকৃত বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির বরকলে উপজেলা প্রশাসন ও  উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরঞ্জামাদি বিতরণ করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। উপজেলা   নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।   

 

 

এসময় বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা পলি রানী ঘোষ সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অাব্দুল হান্নান পাটোয়ারী বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা  উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ এহছান ও উপজেলা কার্বারী এ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকার সুফলভোগীরা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূধছড়া গ্রামে পানির পাইপ ও পানির ট্যাংক, ভূষণছড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস রদংকাবা গ্রামে পাম্প মেশিন ও  সেলাই মেশিন বড় অজ্জ্যাংছড়ি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের বসার টেবিল ও অালমিরা এবং ঋণ বিতরণ  সহ অন্যান্য সরঞ্জামাদি সুবলং ইউনিয়ন, বরকল ইউনিয়ন, আইমাছড়া ইউনিয়ন ভূষণছড়া ইউনিয়ন ও বড় হরিণা ইউনিয়নে বিভিন্ন গ্রামে বিতরণ করেন। । 

 

জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, দেশের উন্নয়নে সকল পেশার মানুষের দেশাত্মবোধ থাকতে হবে। বরকল উপজেলা তথা এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে।  

 

তিনি আরো বলেন সরকারি কর্মকর্তাদের  সরকার কাজ দিয়েছে সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য।তাই তিনি সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি দায়িত্ববান হওয়ার  নির্দেশ দেন। তিনি বলেন বরকল উপজেলায় সকল উন্নয়নের স্বার্থে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে মত প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত