শ্রেনি কক্ষে ঢুকে শিক্ষককে মারধরের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

Published: 05 Aug 2019   Monday   

রাঙামাটিতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ঢুকে বখাটে কর্তৃক শিক্ষককে মারধর ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, মডেল কেজি স্কুলের অস্টম শ্রেণির ইংরেজি ক্লাসে পড়া না পারার কারণে ওই শিক্ষক ক্লাসের সকল ছাত্রছাত্রীকে মৃদু শাসন করে। এর রেশ ধরে ওই যুবকেরা খবর পেয়ে তার উপর হামলা চালায়। মারধরের ঘটনার অভিভাবক ও শিক্ষকরা মীমাংসায় বসলে আলোচনার এক পর্যায়ে ওই ছাত্রীর মা সবার সামনেই মেয়েটিকে থাপ্পড় মারে। এ সময় ছাত্রীটি অপমানিত বোধ করে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় সখানে উপস্থিত তার বাবা-মা ও শিক্ষকরা ছাত্রিটিকে হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে সুস্থ রয়েছে।


রাঙামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন, রাঙামাটি মডেল কেজি স্কুল এন্ড কলেজের শিক্ষক উত্তম কুমার দে, জামাল উদ্দিন, লিটন দে, ছাত্রী সালমা আক্তার ও অভিভাবকদের পক্ষে আইশা আক্তার প্রমুখ। মানবন্ধনে এলাকাবাসী, স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।


বক্তারা বলেন, রাঙামাটি মডেল কেজি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক আতাউর রহমানকে গেল মঙ্গলবার ক্লাস চলাকালীন সময় শ্রেণিকক্ষে ঢুকে মারধর করে মারাত্মক জখম করে একদল বখাটে। এসময় তার চোখসহ সারা শরীর জখমসহ শিক্ষকের কাপড় চোপড় ছিঁড়ে লাঞ্ছিত করা হয়। আহত শিক্ষক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানববন্ধন থেকে অবিলম্বে আতাউর স্যারের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত