কাপ্তাই বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান

Published: 06 Aug 2019   Tuesday   

মঙ্গলবার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে  লাগানো হলো বিভিন্ন প্রজাতির ২ শতাধিক ফলদ গাছ। স্কুলের আশেপাশে সুপারি,কামরাঙা,জলপাই, আতা, আমলকী, নারিকেল, তেজপাতা, চালতা, লিচু , পেয়ারা,লটকন সহ নানা রকমের এই ফলদ গাছ লাগানো হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, স্কুলের প্রতিষ্ঠাতা  সদস্য মানবাধিকার কর্মী খোরশেদুল আলম কাদেরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, অভিভাবক সদস্য মোঃ আবুল কাসেম, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। বৃক্ষরোপণ অভিযানে স্কুলের শিক্ষক ও বিপুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত