রাজস্থলীতে সমন্বিত পুষ্টি পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Published: 06 Aug 2019   Tuesday   

রাজস্থলী উপজেলায় রোববার সমন্বিত পুষ্টি পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জুম ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় রাজস্থলী হাসপাতাল হল কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা। স্যানেটারী ইন্সপেক্টর মো. ছারোয়ার হোসাইন সঞ্চালনায়, ঁ জুম ফাউন্ডেশন, লীন প্রকল্পের ব্যাবস্থাপক রুপন চাকমা, রাজস্থলী কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা উপজেলা চেয়ারম্যান অংনুচিং মারমা প্রমুখ।

 

আলোচনা বক্তারা বলেন, পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই অঙ্গিকার নিতে হবে। যাতে আগামীদিনের শিশু সন্তানরা সঠিকভাবে দেশের নেতৃত্ব দিতে সম্ভব হয়। সুষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্য মান সম্মত পুষ্টি খাবার খেতে হবে। অন্যথা কোনভাবে সম্ভব নয়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত