পানছড়িতে দু’দিন ব্যাপী সমন্বিত পুষ্টিকর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালা সম্পন্ন

Published: 21 Aug 2019   Wednesday   

খাগড়াছড়ির পানছড়িতে দু’দিন ব্যাপী সমন্বিত পুষ্টিকর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালা বুধবার  সম্পন্ন হয়েছে।

 

পানছড়ি  উপজেলা  পরিষদের  হলরুমে উপজেলা  পুষ্টি  সমন্বয়  কমিটির আয়োজনে ও লিডারশীপ  টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের সহযোগিতায়  কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইলালম। বক্তব্য  রাখেন-উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ  তৌহিদুল ইসলাম, ডাঃ সন্জিব  ত্রিপুরা, আইডিএফ প্রকল্প ম্যানেজার সুজেশ চাকমা, আইডিএফ সমন্বয়কারী আলোপ্রিয় চাকমা, উপজেলা ফ্যাসিলিলেটর অনিল চাকমা, ইউপি চেয়ারম্যান  বিজয় চাকমা, কালাচাঁদ চাকমা  প্রমুখ । এসময়  সরকারি  কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত  ছিলেন।

 

সভায় পুষ্টি  চাহিদা বিবেচনায়  মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা জনপ্রতিনিধিদের  জনসচেতনতা বৃদ্ধিতে  কাজ করার আহবান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত