দীঘিনালায় তিন ইউপিডিএফ সদস্য নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

Published: 26 Aug 2019   Monday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রাম থেকে নিরাপত্তা বাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের পর গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ ।


সোমবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দাবী করা হয়, রোববার দিবাগত রাত ২টায় দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের বাসিন্দা সুমন চাকমার বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেরুং বেতছড়ি (বর্তমানে যুবনাশ্বর পাড়া, পুজগাঙ, পানছড়ি) গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা(৩৮), ইন্দ্রমনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৫০) ও হাসিনসনপুর গ্রামের সুজিতপ্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেলকে(২৬) গ্রেফতার করে নিয়ে যায়। সোমবার সকালে তাদেরকে ওই গ্রামের পূর্ব দিকে বিনন্দচুগ নামক পাহাড়ে নিয়ে গিয়ে নাটক সাজিয়ে হত্যা করে বলে দাবী করা হয়েছে বিবৃতিতে।


বিবৃতিতে ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ ও অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত